বিশেষ প্রতিনিধি, ডেইলি ভোরের সকাল।।
নড়াইল জেলা প্রতিনিধি।
ইউপি পরিষদ বহাল রাখতে অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে খোলা চিঠির মাধ্যমে আবেদন করেছেন, নড়াইল সদর উপজেলা শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান। চেয়ারম্যান তার নিজ ব্যবহারিত ফেসবুকে লিখা পোষ্টটি তুলে ধরা হল: অন্তর্বর্তী কালীন সরকারের দৃষ্টি আকর্ষণ পূর্বক আবেদন জানাইতেছি :
(১) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বৃন্দ বিভিন্ন দলের সমর্থক হলেও তৃণমূলে দলমত নির্বিশেষে শুধু দলীয় ভোটে নয় বরং ব্যক্তিগত ইমেজের মাধ্যমে সর্বস্তরের জনগণের ভোটে নির্বাচিত হন। এখানে ভোট পাওয়ার ক্ষেত্রে পারিবারিক ঐতিহ্য, বংশীয় ঐতিহ্য, গ্রাম্য চেতনা, আঞ্চলিক চেতনা, প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা সবকিছুই লাগে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট কাস্ট হয়ে থাকে।
(২)ইউনিয়ন পরিষদ থেকে জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে কখনোই রাজনৈতিক বিবেচনায় সেবা দেওয়া হয় না।
(৩) নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ সর্বদা সরকারের সকল নির্দেশনা পালন করে থাকেন এবং সরকারকে সকল ক্ষেত্রে সর্বদা সহযোগিতা করে থাকেন। রোলিং সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কোন কার্যক্রমে অতীতে (তত্ত্বাবধায়ক সরকারের আমলে) কখনোই অংশগ্রহণ করেনি এখনো করে না, ভবিষ্যতেও করবে না। ইউনিয়ন পরিষদ সর্বক্ষেত্রে স্রোতের অনুকূলে ধাবিত হয়। সরকারের কোন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না।
(৪) তৃণমূলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক নিরাপত্তার স্বার্থে চেয়ারম্যান বৃন্দ সর্বদা সকল দলের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করেই ইউনিয়ন পরিষদ পরিচালনা করে থাকেন।
একজন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সর্বদলীয় চেয়ারম্যানের রূপান্তরিত হন। তা না হলে ইউনিয়ন পরিষদ সুষ্ঠুভাবে পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে থাকে। চেয়ারম্যানবৃন্দ এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং দরবার সালিশি সহ সকল সেবা কার্যক্রমে ২৪ঘন্টা নিয়োজিত থাকেন।
(৫) সুতরাং চেয়ারম্যান বৃন্দ বর্তমান সরকারের জন্য হুমকি নয় বরং সরকার ও জনগণের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যেতে চাই। সরকারের কাছে আবেদন জানাইতেছি স্থানীয় সরকার বিভাগের আদি প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ কে সচল রেখে তৃণমূলের সাধারণ মানুষের সেবার ব্যবস্থা করুন।
মো: জিয়াউর রহমান (জিয়া)
স্বতন্ত্র চেয়ারম্যান, ৫ নং শাহাবাদ
ইউনিয়ন পরিষদ
নড়াইল সদর, নড়াইল